জাগতিক ব্যস্ততা ও সামাজিক এবং পারিবারিক দায়বদ্ধতা ইত্যকার স্বাভাবিক কাজকর্ম থেকে মুক্ত থাকলে তখন সেই মুনাসিব সময়ে নসিহত বা ওয়াজ করতেন। অন্যথায় স্বভাবতই মানুষ বিরক্তবোধ করবে। আর আল্লাহ ও রাসুলের নসিহতে বিরক্ত প্রকাশ তো পাপ! আজকাল আমাদের সমাজে যেমন ওয়াজ হয় সাংগঠনিক বিচারে এলাকার বাসিন্দাদের বিষয়টা বিবেচনায় আনা হয় কমই। মাইক লাগানো থেকে শুরু করে শিডিউল প্রিপারেশন পর্যন্ত। এক্ষেত্রে সতর্কতা কাম্য।