আমাদের জীবনগুলো যান্ত্রিক আটপৌরে জীবনের এক চক্রে বাঁধা পড়ে গেছে। কিন্তু আমাদের উচিত চক্রটা ভেঙ্গে নিজেদের জন্য অন্তত কিছু সময় বরাদ্দ রাখা। আবেগ, অনুভূতি, নস্টালজিয়া, মানুষের ভালোবাসা, সুখস্মৃতি, দুঃখানুভূতি - জীবনে এসবের দরকার আছে। এগুলো তরকারির লবণ, মশলার মতো। এগুলো ছাড়া জীবনের একটা সময়ে সবকিছু পানসে, একঘেয়ে, যান্ত্রিক মনে হবে।