প্রথমত, মিথ্যা অপবাদ।এক এলাকার সব মানুষকে খারাপ বানিয়ে দেয়া হচ্ছে যা আসলে অসম্ভব।

দ্বিতীয়ত, উপহাস ও তাচ্ছিল্যের গুনাহ।কোন জেলার নাম বিকৃত করে যখন ডাক দিচ্ছেন তখন এই গুনাহ অটোমেটিক আমলনামায় চলে যাচ্ছে।

তৃতীয়ত, নিজের জেলা বা এলাকাকে ভালো মনে করা আর অন্যদের হেয় করা একই সাথে অহংকার আর আসাবিয়াত এর দূর্গন্ধযুক্ত।এলাকা, বংশ, গোত্র কোন কিছুর শ্রেষ্ঠত্ব নিয়ে বড়াই করা ইসলামে নিষিদ্ধ।

চতুর্থত, মানুষের মনে কষ্ট দেয়া।যতই হালকা করে বা মজা করে বলেন, আপনার সামনে ওই জেলার কেউ উপস্থিত থাকলে সে ঠিকই মনে কষ্ট পায়।

পঞ্চমত, মুসলিমদের মাঝে বিভেদ তৈরী করা। উম্মাহর পরিচয় একটাই, সেটা ইসলাম।এখানে এলাকা, জাতি, দেশ ইত্যাদির বড়াই করা বা তাচ্ছিল্য করা মুসলিমদের মাঝে অহেতুক বিভেদ তৈরী ছাড়া আর কিছু করতে পারে না।

জেলা ভিত্তিক উপহাস করা এবং জেলার নাম বিকৃত করে ডাকার চলবন্ধ হোক আজই।