বাহ্যিকভাবে(আল্লাহর) অবাধ্যদের যে ছাড় দেওয়া হচ্ছে,সেটার মাধ্যমে আসলে তাদেরকে পাকড়াও করা হচ্ছে।

আর বাহ্যিকভাবে(আল্লাহর) আনুগত্যকারীদের যে কষ্টের বোঝা চেপে ধরছে, প্রকৃত অর্থে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে।

কারণ, অবাধ্যদের এই ছাড়ের পরেই রয়েছে দীর্ঘ শাস্তি ও কষ্ট। আর আনুগত্যকারীদের এই কষ্টের পরেই রয়েছে সীমাহীন প্রতিদান,পুরস্কার ও শান্তি। দুই দলেরই সময় অতি দ্রুত শেষ হয়ে আসছে। অচিরেই সমাপ্তি ঘটতে যাচ্ছে দুনিয়ার সুখ কিংবা দুঃখের। তাহলে এত অভিযোগের কী আছে!

বইঃ হৃদয়ের দিনলিপি(ইমাম ইবনুল জাওযি রহ.)