মাঝরাতের কবিতারা আর আসে না
কি জানি কি অভিমানে, চিঠির জবাবও দেয় না।
তবু রোজ খোলা জানালা ধরে বসে থাকি
চোখ জোড়া পাথের পানে ফেলে রাখি।
কখনো সখনো তারার সাথে করি খুনশুটি।
এলোমেলো চিন্তায় ঘুম হারায় চোখ দুটি।
তবু কবিতারা আর আসে না।
ছন্দ হারায় ঘুঘু আর জোনাকিরা।
ঝিঝিপোকা মাঝে সাঝে সুর তোলে।
বেসুরো কন্ঠেও তাল খোঁজে।
ক্লান্ত চোখ পাথর পানে ফেলে রাখি।
খুব অলক্ষ্যেই কাটে সময়।
ঘড়ির কাটার টিকটিক ধ্বনি।
মাঝরাতের কবিতারা আর আসে না।
ডায়েরীটা যেন শূন্য মরুভূমি।
খাঁ খাঁ প্রান্তর
একটু কব্যের আকুতি।
অলস সময়ের ঘড়ি খোঁজে কবিতার পঙঙ্কি।
মস্তিষ্ক যেন ফাঁকা
একেবারেই ধবধবে কাগজ সাদা।
কবিতা,
কেন এতো অভিমান?
একবার বলো না।

Completed by: Nusrat Jahan Moon