জানা আর মানা দুটো দুই জিনিস। অনেক কিছু জানার পর সেটা আমলে নিয়ে আসার জন্য আরো কিছু করতে হয়।এখানে এটাই বলা হয়েছে। কিন্তু কেউ যদি নিজে থেকেই আমল করার শক্তি পায় তাহলেতো আলহামদুলিল্লাহ। আর দ্বীনি শিক্ষা, তিলাওয়াত, উচ্চারন কারো তত্বাবধানে থেকে না করলে অসংখ্য ভুল থেকে যায় যেটা নিজে নিজে শুধরানো কঠিন। আর হ্যা আমরা পোস্ট এইখানে শেয়ার করেছি, একটু জানানোর জন্য, অনুপ্রেরনা দেয়ার জন্য।আমলের জন্য সবসময় আমরা অভিজ্ঞ শায়েখ, আলেম দের সাথে যোগাযোগ রাখতে বলি।জাজাকাল্লাহ।