নীলিমায় ভেসে যাওয়া মেঘমালা অপরূপ;
সারাবেলা বসে দেখি জানালায়,
এতটুকু ছুঁয়ে দিতে হাতটা বাড়াই আর
জানালার কাঁচে হাত থেমে যায়।

কচি পাতারং মাখে পৃথিবীর আঙিণায়
মহাকাল তার গান গেয়ে যায়।
সময় পেরিয়ে চলি সময়ের হাত ধরে,
উদাসী গানের শুধু সুরখানি মনে করে,
কথাগুলো ধীরে তাই সময়ে মিলায়।

অমিয় আলোর বাণী কাছে এসে ডেকে যায়
বলে যায়, “ছুটে চলো মনোরম ঠিকানায়।”
আলোকিত রূপ দেখি…কবিতায় লেখালিখি;
অধরা সে আলো থাকে।আমি আঁধিয়ায়।

আলো আলো চারপাশে আমি আঁধিয়ায়….
আলোকিত হবো বলে হাতটা বাড়াই
আর জানালার কাঁচে হাত থেমে যায়।

::::::

আমি বসে আছি বারান্দায়। প্রিয় চেয়ারটাতে। ভাবছি আমি একদিন আলোকিত হবোই হবো।
তুমি তোমার আলোয় আমাকে আলোকিত করো রাহমান।