আজ রাত নয় প্রেমের, কামের, বিরহের,
মুখ বুঝে সইবার কিম্বা নীরবতার,
আজ রাত বিপ্লবের,
গলা হাঁকিয়ে প্রতিবাদের,
বহু দিনের পরাজয় গ্লানি
মুছে যাবে আজ বিজয়ের শপথে।

ধামালকোট বস্তির জাহিদ থেকে শুরু করে
সদ্য জন্ম নেয়া অস্তিত্বের বীজ,
বরিশালে রাত জেগে সিনেমার পোস্টার লাগানো রিকশাওয়ালা
কিম্বা নোংরা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাওয়া সেই পাগল,
সবার কণ্ঠেই প্রতিবাদের সুর,
আজ বিক্ষুব্ধ সবাই।

বিদ্রোহের পুরোভাগে
নির্ভীক তারুণ্যের দুর্জয় বিস্ফোরণ,
বহু বছরের স্তব্ধতার বিপরীতে
উদ্যমী আত্মার অবাধ্য কণ্ঠস্বর,
যেন সব বিদ্রোহী মেশিনগান,
নতুন দিনের পাঞ্জেরী-সিন্দাবাদ।

আজ রাত বিপ্লবের,
নতুন যুগের ভ্রুণ রচিবার,
শত শোষণের নির্বাক কান্নার
প্রতিশোধ হবে আজকের অভিযান,
আলোর মশাল হাতে স্বপ্নের সূচনায়
লেখা হবে নতুন বিজয় ইতিহাস।

৩১ মার্চ, ২০১১