গুনাহ ছাড়ার প্রস্তুতি নেয়ার পর গুনাহ করার সুযোগ আরও বেড়ে যায়। হারাম ইনকাম ছেড়ে দেয়ার সংকল্প করতেই নতুন নতুন হারামের অফার এসে ধরা দেয়। হিজাব শুরু করার নিয়ত করতেই এমন সব জায়গা থেকে চাকরির অফার আসে, যাদের একমাত্র শর্তই হয় হিজাব ছেড়ে দেওয়া। দ্বীনদার কাউকে বিয়ের ইচ্ছে প্রকাশ করার পর কেবল দ্বীনের ব্যপারে বেখবর এরকম পরিবার থেকেই প্রস্তাব আসা শুরু হয়।

এমনই কি হচ্ছে আপনার সাথে? যদি হয়ে থাকে, সুসংবাদ গ্রহন করুন আল্লাহমুখি হওয়ার প্রথম পদক্ষেপটি গৃহিত হয়েছে। তাই তো শাইত্বান বাড়িয়ে দিয়েছে তার চেষ্টাকে। সে তো কখনই চাইবে না, নতুন করে তার একজন শত্রু তৈরি হোক।

আপনি হয়তো হোচট খাবেন, হয়তো পড়ে যাবেন। উঠে দাঁড়ান, বারবার প্রতিবার। হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে ব্যর্থ ভাবারও কোন কারন নেই। ব্যর্থ তো সে, যে চেষ্টা ছেড়ে দেয়।

আপনার রব ভাল করেই জানেন, শয়তানের ধোঁকাগুলো তার বান্দার জন্য কত মারাত্মক। যার মোকাবেলা করা তাঁর এই দুর্বল বান্দার জন্য সহজ কিছু নয়। তিনি দেখছেন, দুনিয়ার চাকচিক্য কীভাবে হাতছানি দিয়ে ডাকছে। লোলুপ দৃষ্টি নিজের অজান্তেই বারবার সেদিকে পড়ে যায়, আপনার ইলাহ ঠিকই জানেন।

ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। কবে আসবে?

"জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।" - সুরা বাক্বারা, আয়াত ২১৪