হিরাক্লিয়াস ও কায়সারকে জিজ্ঞেস করো আমাদের কথা। তারা জানে আমরা তোমাদের কতটি দেশ দখল করেছি, আর তোমাদের মধ্যে মাতম সৃষ্টি করেছি। তোমরা আমাদের সামান্য কজনকে বন্দি করেছ, অথচ আমাদের হাতে বন্দি তোমাদের লোকের সংখ্যা মেঘের ফোটার ন্যায়।

তোমরা স্বপ্ন দেখছো সামাররা ও তিকরিত জয়ের, এসব তোমাদের অবাস্তব কল্পনা।

শীঘ্রই সৈন্য সমাবেশ ঘটবে দামেশকে, হিজাজ থেকে সেনারা ধেয়ে আসবে কালো মেঘের ন্যায়। আসবে বনু হামদানের সকল বীর সৈনিক, আসবে কাহতানের সম্মানিত নেতারা। সেনারা আসবে খোরাসান, রায় ও সিরাজ থেকে, তারা আসবে পারস্য, সিজিস্তান, কিরমান ও কাবুল থেকেও। প্রস্তুত আছে বসরা ও কুফার সেনা শিবির, ইয়ামানের যুবকদলও যুদ্ধের জন্য প্রস্তুত, তারা তোমাদেরকে খাদ্য মনে করে এগিয়ে আসছে।

অচিরেই আমরা জয় করবো ইস্তাম্বুল, চীন ও ভারত। এ আমাদের দয়াময় প্রভুর ওয়াদা, আমাদের কল্পনা নয়। আমরা দখল করে নিব বিস্তৃর্ন ভূমি, অপদস্থ করবো তোমাদের। চলে এসো ইসলামের ছায়াতলে, ঘোষণা দাও রবের একত্ববাদের। মনে রেখো, আমাদের কাছে রয়েছে নতুন-পুরাতন জ্ঞানের সমন্বয়, আর তোমাদের অবস্থা গাধার মতো। বোঝা বহন করে নিজেকে রক্তাক্ত করাই তোমাদের কাজ।

-আব্বাসি খলিফা আল মুতি বিল্লাহর কাছে পাঠানো নাকফুরের পত্রের জবাবে ইবনে হাযম আন্দালুসি এই পংক্তিগুলো লিখেছিলেন। (আল বিদায়া ওয়ান নিহায়া, ৩৫২ হিজরির ঘটনাবলী)