"মাঝেমাঝে নিজের প্রোফাইল খুলে দেখি আহা কি সুন্দর মানুষ, কত সুন্দর তার ভাবনা, কত আবেগ তার লেখায়, কত সৎ সে, কত চমৎকার হৃদয়ের অধিকারী সে! কত মানুষই না তাকে ভালো, সিরাতুল মুস্তাকিমের পথিক ভাবে, যেন তার আর জান্নাতের মাঝে রয়েছে কেবল মৃত্যু।
তারপর সেখান থেকে বেরিয়ে এসে নিজের দিকে তাকিয়ে আঁতকে উঠি। পাবলিক প্রোফাইলের পোশাক খুলে রেখে নিজের ব্যক্তিগত হিসেব নিতে বসে খেই হারিয়ে ফেলি। নিজেই নিজের দুর্গন্ধে নিজের থেকে সরিয়ে নি..."